Adsterra কি? Adsterra থেকে কিভাবে টাকা পাওয়া যায় |

Adsterra কি? Adsterra থেকে কিভাবে টাকা পাওয়া যায় | How to make easy money from Adsterra:

Ads-1


Adsettra কি ?  What is the adsettra?

Ads-2
এডসেট্রা হলো একটি এড নেটওয়ার্ক যা ২০১৩ সালে শুরু হয়েছিল। যেটি ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। এটি গুগল এডসেন্স এর একটি বিকল্প ওয়েবসাইট  বলা যায়। আপনি আপনার ওয়েবসাইটে এড বসিয়ে অথবা ডাইরেক লিংক আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে ইনকাম করতে পারবেন।

Adsettra  থেকে কিভাবে ইনকাম করে ?  How to the earn money from adsettra?

Ads-3
এডসেট্রা থেকে আপনি প্রধানত দুইভাবে ইনকাম করতে পারেন।
১. আপনার ওয়েবসাইটে এড বসিয়ে।
২.ডাইরেক লিংক শেয়ার করে।
Ads4

Adsettra তে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন? How to the create a  cetera adsettra account?

Adsettra তে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন অথবা google এ গিয়ে সার্চ করুন এডসেট্রা এরপর as a publisher হিসেবে একটি একাউন্ট করে নিবেন.

উক্ত ডাটাগুলো যদি আপনি দিয়ে দেন।  আপনি রেজিস্ট্রেশন করার সময় যে জিমেইলটি দিয়েছেন । ওই জিমেইলটির মধ্যে ওরা একটি মেইল করবে। উক্ত মেইলে ভেরিফাই অপশন থাকবে । আপনি ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মেইলটি ভেরিফাই হয়ে যাবে।
এরপর আপনি আবার এডসেট্রার ওয়েব সাইটে গিয়ে পাবলিসার হিসেবে   সাইনিং করে নিবেন।

 Direct link কিভাবে তৈরি করবেন?


ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি লগইন করে নিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। direct link অপশনে ক্লিক করবেন।
Create direct link অপশনে ক্লিক করবেন।
Non-adult এবং Erotic ads অপশনগুলো সিলেক্ট করে এড অপশনে ক্লিক করবে।
এরপর ১ থেকে ২ মিনিট সময় নিলে একটিভ হয়ে যাবে। এবং একটিভের পাশে আপনি কপি লিংক অপশন পাবেন। উক্ত অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি লিঙ্ক কপি হয়ে যাবে। এবং ওই লিংকটি আপনি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করলে। ওরা যদি ওইটাতে ক্লিক করে তাহলে আপনি ইনকাম করতে পারবেন।

পেমেন্ট কিভাবে নিব?

Ads5
আপনি যদি পেমেন্ট মেথডে Web Money সিলেক্ট করে থাকেন তাহলে 5$ ডলার হলেই উইথড্র দিতে পারবেন। তারা 1-2 তারিখ এবং 16-17 তারিখ পেমেন্ট করে । আর নতুন অবস্থায় আপনার যদি তোলার মত পর্যাপ্ত টাকা হয়ে যায় তাহলে দুই সাপ্তাহ টাকা হোল্ড করা থাকবে । দুই সাপ্তাহ পর আপনি টাকা তুলতে পারবেন।

এই সাইট 100% রিয়েল । যদি মনে সন্দেহ থাকে তাহলে গুগলে কিংবা ইউটিউবে এটা নিয়ে সন্দেহ কাটিয়ে তারপর কাজ করা শুরু করুন ।  

Adsettra  থেকে ওয়েবসাইট ছাড়া ইনকাম করা সিক্রেট টিপস।


এখানে ক্লিক করে whatsapp গ্রুপে এড হয়ে যান। এবং ওইখানে ডাইরেক্ট লিংকে ভিউ এক চেঞ্জ হয়। অর্থাৎ আপনি আরেকজনের ডাইরেক্টলি কে প্রবেশ করবেন আপনার ডাইরেক্ট লিংকে অন্যজন প্রবেশ করবে  এভাবে আপনি ইনকাম করতে পারবেন।
Ads6
Next Post Previous Post
3 Comments
  • JERVISAI
    JERVISAI 10 January 2024 at 18:10

    Informative and helpful tips! I always find something useful on https://techbdfoyeaj.blogspot.com/ Good post you can also
    visit : https://jervisai.blogspot.com For Latest Technology
    Troubleshooting Tips Tutorials For Computer Internet Related Things.

    • Foyeaj UddiN
      Foyeaj UddiN 13 January 2024 at 15:18

      Tnx

  • Anonymous
    Anonymous 13 January 2024 at 22:12

    Very helpful article

Add Comment
comment url