জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করার নিয়ম ২০২৪
জন্ম নিবন্ধন হচ্ছে একটি তথ্য একজন ব্যক্তির। আর যদি এটা ভুল হয় তাহলে খুবই দুঃখের বিষয়। সাধারণত জন্ম নিবন্ধন এর বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। যেমন নাম , জন্ম তারিখ, জন্ম মাস, পিতার নাম, মাতার নাম, ঠিকানা(বয়স সংশোধন করা যাবে না) ইত্যাদ। তবে তা এখন অনলাইন হওয়ার কারণে আপনি দুই দিকে তিন দিনের মধ্যে সংশোধন করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ঃ
ধাপ ১: জন্ম নিবন্ধন সংসদের জন্য ওয়েব পেজে প্রবেশ করে।
প্রথমে এই লিংকে ক্লিক করে https://bdris.gov.bd/br/correction ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর মেনুতে ক্লিক করে জন্ম নিবন্ধন অপশন থেকে "জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন "অপশনে ক্লিক করবেন।
১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। এরপর জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম সালটি সিলেক্ট করবেন। ক্যাপচা অপশনে একটি কোড দেখাবে ওইটাই দেখে দেখে আপনি নিচে ক্যাপচা অপশনে বসাবেন । এরপর "অনুসন্ধান" অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ : জন্ম নিবন্ধন সনদ যাচাই করন
নিচে দেখানো ছবির মত আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে আপনার জন্ম নিবন্ধন এর বিভিন্ন তথ্য দেখাবে। যদি উক্ত তথ্য গুলা আপনার জন্ম নিবন্ধনের সাথে মিলে যায় তাহলে "নির্বাচন করুন" অপশনে ক্লিক করুন।
ধাপ 8: সংশোধিত তথ্য নির্বাচন
বিষয় অপশনে ক্লিক করে আপনি যে বিষয়টি সংশোধন করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন। এবং যতগুলো বিষয় সংশোধন করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেন "আরো তথ্য সংশোধন"অপশনে ক্লিক করে।
আপনি আপনার সংশোধিত বিষয়টি দিবেন। কারণ হিসেবে আপনি চাইলে, নতুন তথ্য সংযুক্ত , লেখাটি দিতে পারেন।
নিচের দিকে গেলে, নিজের ছবিটির মত একটি ফরম দেখতে পারবেন, ওইখানে আপনি আপনার বর্তমান জন্ম নিবন্ধনটি দেখে দেখে ঠিকানাগুলো দিবেন। যদি ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে সংশোধন করে দিবেন।
ধাপ ৭ :অনলাইনে সংশোধন আবেদন জমা
সকল তথ্য পূরণ শেষে আবেদনকারীর তথ্য তথা সংশোধনের জন্য যে আবেদন করেছে তার তথ্য সিলেক্ট করতে হবে। যদি আবেদনকারী আপনি নিজে হন সেক্ষেত্রে “নিজ” সিলেক্ট করুন। এভাবে জন্ম নিবন্ধন ব্যক্তির পিতা-মাতা হলে পিতা-মাতা ইত্যাদি সিলেক্ট করুন।
আপন বাবা মা না হয়ে আইনগত অভিভাবক হলে অভিভাবক সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও ভোটার আইডি নম্বর দিতে হবে।
এরপর সবুজ সংযোজন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করুন। অথবা আপনার মোবাইল থেকে তোলা ছবি আপলোড করতে পারেন তবে ছবিগুলো ক্লিয়ার স্পষ্ট এবং যথেষ্ট আলোতে হতে হবে। ছবির লেখাগুলো অবশ্যই স্পষ্টভাবে বোঝাতে হবে।
তারপর পেমেন্ট অপশনে “ফি আদায়” সিলেক্ট করুন। পুনরায় তথ্যগুলো চেক করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি জমা দিন।
ধাপ ৮:জন্ম নিবন্ধন সংশোধন আবেদন পত্র প্রিন্ট
আবেদন জমার পর, আপনি একটি অ্যাপ্লিকেশন আইডি ও রেফারেন্স নম্বর পাবেন এগুলো সংগ্রহ করে রাখবেন। এরপর সংশোধন ফরম ডাউনলোড ও প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন অফিসে জমা দিন।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগেঃ
বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী জন্ম নিবন্ধন তথ্য সংশোধন তথা পূর্ণ মুদ্রণের জন্য নির্ধারিত ফি আছে। জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত ২০০-৩০০ টাকা লাগে। সরকারি ফি ৫০ টাকা এবং জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা। এছাড়াও অল্প কিছু বাড়তি টাকা খরচ হতে পারে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থাঃ
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনের বর্তমান অবস্থা অনলাইনের মাধ্যমে জানতে পারবে। এজন্য প্রয়োজন হবে শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম নিবন্ধন নাম্বার।
আমি বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, এবং পাসপোর্টের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তথ্য ও পরামর্শ দিয়ে লেখালেখি করছি। কোন বিষয়ে সমস্যা বা পরামর্শ নিচে কমেন্ট করুন।