সব সিমের নাম্বার দেখার কোড ২০২৪. All Sim number check code 2024


এক নজরে সব সিমের নাম্বার দেখার কোড ঃ




রবি সিমের নাম্বার চেক করার কোড :

*2#

গ্রামীন সিমের নাম্বার চেক করার কোড:

*2#

এয়ারটেল সিমের নাম্বার চেক করার কোড:

*2#

বাংলালিংক সিমের নাম্বার চেক করার কোড:

*511#

টেলিটক সিমের নাম্বার চেক করার কোড:

*511#

স্কিটো সিমের নাম্বার চেক করার কোড:

*2#


রবি সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ


রবি সিমের নাম্বার চেক করার জন্য ।আপনি আপনার ডায়াল পট অপশনে চলে যাবেন। এরপর উপরের দেওয়া কোডটি ডায়াল করবেন। তাহলে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল স্ক্রিনে আপনার রবি সিম নাম্বারটি দেখাবে। রবি সিম নাম্বার সাধারণত 018 দিয়ে শুরু হয়।

গ্রামীন সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ


গ্রামীন সিমের নাম্বার চেক করার জন্য আপনি উপরের দেওয়া কোডটি সংগ্রহ করে নিন। এরপর আপনি আপনার মোবাইলে থাকা ডায়াল পট অপশনে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনি উক্ত কোডটি ডায়াল করবেন। তাহলে আপনার মোবাইল স্ক্রিনে আপনার গ্রামীন সিম নাম্বারটি দেখাবে। গ্রামীন সিম নাম্বার দুই ধরনের হয়ে থাকে। 017 অথবা 013  দিয়ে শুরু হয়।

এয়ারটেল সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ


এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য আপনি উপরের দেওয়া কোড সর্বপ্রথম সংগ্রহ করে নিন। এরপর আপনি আপনার মোবাইলে অপশনে চলে যাবেন। ওই খানে গিয়ে আপনি উপরের দেওয়া কোডটি  ডায়াল করবেন। তাহলে আপনার মোবাইল স্ক্রিনে আপনার এয়ারটেল সিমের নাম্বারটি দেখাবে। এয়ারটেল সিমের নাম্বার 016 দিয়ে সাধারণত শুরু হয়।


বাংলালিংক সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ

019 দিয়ে সাধারণত banglalink নাম্বার শুরু হয়। আপনি আপনার মোবাইলে থাকা ডায়াল পট আপশনে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনি উপরে দেওয়া কোডটি সংগ্রহ করে ডায়াল করবেন। ওইটি ডায়াল করলে আপনার মোবাইলে স্কিনে আপনার বাংলালিংক সিম নাম্বারটি দেখাবে।

টেলিটক সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ


015 দিয়ে টেলিটক নাম্বার শুরু হয়। উপরের দেওয়া কোড আপনি সংগ্রহ করে নিন সর্বপ্রথম। এরপর আপনার মোবাইলের ডায়াল পট অপশনে গিয়ে উক্ত করতে ডায়াল করুন। তাহলে আপনার মোবাইল স্ক্রিনে আপনার টেলিটক নাম্বার টি দেখাবে।

স্কিটো সিমের নাম্বার চেক করার নিয়ম ঃ


গ্রামীন সিমের নিয়ম অনুযায়ী আপনি স্কিটো সিমের নাম্বার চেক করতে পারবেন।
Next Post Previous Post
1 Comments
  • Foyeaj UddiN
    Foyeaj UddiN 26 December 2023 at 21:21

    Hi
    Every one

Add Comment
comment url