Google Adsense কি?google Adsense এর কাজ কি? google Adsense থেকে কিভাবে ইনকাম করে ?
Google AdSense কি বা এর কাজ কি এখান থেকে কিভাবে ইনকাম করে এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে আজকের পোস্টটি আপনার জন্য।
TOC
Google Adsense কি?
google এডসেন্স হচ্ছে একটি এড network। যেটির মাধ্যমে আপনি আপনার বিভিন্ন পণ্যকে অ্যাডভার্টাইজ করতে পারেন। অথবা উক্ত এডভেটাইজ গুলা আপনি আপনার ব্লগ ওয়েব সাইটে ,ইউটিউবে শো করিয়ে ইনকাম করতে পারেন।
google এডসেন্সে কিভাবে কাজ করে?
আপনি যদি google এডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যান। তাহলে আপনাকে একটি এইচটিএমএল কোড দিবে google এডসেন্স কোম্পানি। ওইটি আপনি আপনার ব্লগ পোস্টের যেখানেই বসাতে চাচ্ছেন। ওইখানে কোডটি বসাবেন । তাহলে ওই স্তলে এড দেখানো শুরু হবে। এবং আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটররা আসবে তারা যদি উক্ত এডটাতে ক্লিক করে তাহলে আপনি কিছু পরিমাণ টাকা পাবেন।
পুরো প্রসেস খুব সিম্পল। আপনাকে একটি অ্যাডসেন্স একাউন্ট খুলতে হবে এবং একটি কোড আপনার ওয়েবসাইটে হেডারের ভিতরে আপলোড করতে হবে।
আর তাহলে, গুগল আপনার সাইট এর কন্টেন্ট বা ইউজারের করা গুগল সার্চ এর উপর ভিত্তি করে অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শন করবে। এখন, পাবলিশার হিসেবে আপনি টাকা পাবেন আপনার ওয়েবসাইটে প্রদর্শিত অ্যাডের ক্লিক এর উপরে।
গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম এর ক্ষেত্রে দুটি মেট্রিক্স সম্পর্কে জানা দরকার। সেগুলো হলো, EPC (earnings per click) and CPC (cost per click). বর্তমান সময়ে প্রতি ক্লিকে খরচের(CPC) 68 ভাগ পাবলিশার পায়। কোন এড ক্লিক এর মূল্য এক টাকা হলে আর্নিং পার ক্লিক (EPC) হবে .68 পয়সা।
ইউটিউবিং এর ক্ষেত্রে আবার এটি ভিন্ন। কারণ youtube এ এড এর মধ্যে ক্লিক করতে হয় না শুধু এড দেখলেই হয়ে যায়।
গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করবেন?
আপনি যদি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান। তাহলে আপনাকে অবশ্যই একজন ব্লগ কনটেন্ট ক্রিয়েটর অথবা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর দিতে হবে।
ব্লগ কনটেন্ট ক্রিয়েটর বলতে ঃ
আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন যেকানে আপনি ব্লগ পোস্ট করবেন। আপনি যদি ৩০ থেকে ৪০টি ইউনিট ব্লগ পোস্ট তৈরি করে থাকেন। তাহলে আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারেন।
আরো জানুন ঃ ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়।
ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ঃ
ভিডিও কন্টেন্ট ক্রিয়েটে বলতে এখানে ইউটিউব কে বোঝানো হয়েছে। ব্লগিং থেকে কিন্তু ইউটিউবে ইনকাম অনেক বেশি। ইউটিউবে শুধুমাত্র দুইটি শর্ত ফিলাপ করলে। আপনি গুগল এডসেন্সের জন্য এপ্লাই করতে পারেন।
১. এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম।
২. তিন মাসের মধ্যে আপনার ইউটিউব সটস এর মধ্যে দশ মিলিয়ন ভিউয়ার্স।
উক্ত শর্ত দুইটা আপনি ফিলাপ করলে গুগল এডসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন।
গুগল এডসেন্স গুগল অ্যাডসেন্স এ এপ্লাই করার আগে যে সকল বিষয় নিশ্চিত হতে হবে।
১.যে ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে AdSense ব্যবহার করতে চান সেটি আপনার হতে হবে। অর্থাৎ অন্যের সাইটের জন্য এপ্লাই করে লাভ হবে না।
২.আপনার বয়স ১৮ এর নিচে হলে আবেদন করতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার মা, বাবা বা অন্য কোন আত্মীয়ের নামে এপ্লাই করতে পারেন। তবে, পেমেন্ট যার নামে একাউন্ট করবেন তার নামে যাবে।
৩.ইউনিক কন্টেন্ট থাকতে হবে। আপনি যে আর্টিকেলগুলো লিখবেন এগুলো কারো থেকে কপি করবেন না। এবং আপনি ইউটিউবে যে সব ভিডিও দিবেন তা অন্যের ভিডিও দিবেন না এটা আপনি কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক খাবেন।
৪.AdSense-এর প্রোগ্রাম নীতি মানে এমন কন্টেন্ট থাকতে হবে। কোন প্রকার আডাল্ট, বাজি, সেন্সিটিভ দাটা, পাইরেসি কন্টেন্ট গান, সফটওয়্যার ডাউনলোড সহ যাবতীও অবৈধ জিনিষ সম্পর্কীত কন্টেন্ট থাকলে অ্যাডসেন্স পাওয়া যাবে না।
ধন্যবাদ
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন?
