রবি সিমের মিনিট চেক করার কোড ২০২৪. Robi sim minute check code 2024
রবি সিমের মিনিট কিভাবে চেক করবেনঃ(2024)
আপনি দুই ভাবে মিনিট চেক করতে পারবেন সাধারণত।
-
কোড ডায়াল করে
অ্যাপস এর মাধ্যমে
কোড ডায়াল করে করার জন্যঃ
- সর্বপ্রথম আপনার মোবাইলে ডায়াল পট এপসের মধ্যে চলে যাবেন।
- ওইখানে গিয়ে আপনি নিচের দেওয়া কোড দুইটি থেকে যেকোনো একটি ডায়াল করুন।
১.*222*2#
২.*222*9#
3. এরপর আপনি ওকে অপশন তথা কল করবেন।
4. তাহলে ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে ওরা দেখিয়ে দিবে আপনার মোবাইলে কত মিনিট আছে ।
অ্যাপস এর মাধ্যমে দেখার জন্য ঃ
- যদি আপনার ফোনে "my Robi" অ্যাপস টি ডাউনলোড করা না থাকে। তাহলে আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।
- এরপর আপনি অ্যাপসটির লগইন করে নিবেন।
- যদি আপনি অ্যাপসের মধ্যে ঢুকেন তাহলে এইখানে আপনার নিচে দেখাবে। আপনার সিমে কত মিনিট রয়েছে।
Read more : রবি সিমের এমবি কিভাবে চেক করে।
রবি এমবি চেক করার কোড
1.*222*2# 2.*222*9#
এগুলো কি কোন চার্জ প্রযোজ্য
না
আপনি কি বুঝতে পেরেছেন
কমেন্ট করে জানাবেন
