blogger দিয়ে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়(পর্ব:১)?
আপনারা কি নিজের জন্য একটি ফ্রি ওয়েব সাইট বানানোর কথা ভাবছেন ? যদি হে, তাহলে আপনি নিজেই ঘরে বসে একটি কম্পিউটার বা মোবাইল ব্যবহার কোরে নতুন ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। ইন্টারনেতে এমন অনেক মাধ্যম যেমন website builder বা online software রয়েছে যেগুলির ব্যবহার কোরে আপনি নিঃসন্দেহে একটি সুন্দর এবং চোখে লাগা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদের এমন একটি ফ্রি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেটি ব্যবহার করে আপনি আপনার নিজের একটি ব্লগ ওয়েব-সাইট তৈরি করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগেঃ
ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার ডোমেইন হোস্টিং এই দুইটি জিনিস সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা আজকের এই পোস্টটি লিখেছি এমন ভাবে যাতে আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে, আপনিও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ডোমেইনঃ
ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম যেমন, www.google.com এটি একটি ওয়েব সাইট যা সকল ইন্টারনেট ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। এখানে তিনটি W হচ্ছে যথাক্রমে world wide web আর google.com হচ্ছে সেই ওয়েব সাইটের মূল নাম। প্রথমত এই ওয়েব সাইটের একটি আইপি এড্রেস থাকে যা প্রত্যেক ওয়েব সাইটের থাকে আপনি চাইলে সেই আইপি আপনার ব্রউজারের এড্রেসবারে দিয়ে ওয়েব সাইটটি দেখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি সব ওয়েব সাইটের আইপি এড্রেস মনে রাখতে পারবেন কিন্তু ডোমেইন নেম থাকলে আপনি তা সহজেই মনে রাখতে পারবেন। আর আপনি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, এটি কিনতে হবে তবে যদি আপনি আমাদের এই পোস্টটি সম্পূর্ণরূপে পড়েন তাহলে আপনি ডোমেইন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
হোস্টিংঃ
হোস্টিং বিষয়টি হালকা করে আপনাদের বলতেছি। যেহেতু আমরা আজকে ওয়েবসাইট তৈরি সহ শিখব , এবং আমরা যে ওয়েবসাইট ব্যবহার করব ওয়েবসাইট তৈরি করব ওই ওয়েবসাইটের হোস্টিংয়ের প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এটা আপনার জন্য লাভ আপনার ওয়েবসাইটের জন্য আর হোস্টিং কিনতে হবে না।
কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়ঃ
আজকে আমরা একটি ওয়েবসাইট দিয়ে, আমরা নিজের মনের মত করে ব্লগ ওয়েবসাইট তৈরি করব।
Blogger ।
এটি গুগলের নিজস্ব একটি ওয়েবসাইট। যেটি ব্যবহার করে আমার এই নিজের ওয়েবসাইটটিও তৈরি করা হয়েছে।
ধাপ ১: আপনি গুগলের সার্চ করবেন ব্লগার। অথবা উপরে ব্লগার লিখাতে ক্লিক করুন। তাহলে আপনাকে নিচের দেখানো ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। আপনি এটার ভিতরে প্রবেশ করবেন।
ধাপ ২: ওয়েবসাইটের মধ্যে আপনি ভিজিট করলেন নিচে দেখানোর ছবির মত দেখাবে। আমি সাইন ইন অপশনে ক্লিক করে। সাইন ইন করে নেবেন।
আপনি যে নামটি দিয়েছেন ওইটি দেওয়ার পর যদি নিচে এভেলেবল লেখা না আসে , তাহলে আপনাকে নামের পাশে একটি কোড তথা নাম্বার দিতে হবে।অথবা নামটা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যে নামটা দিয়েছেন এটি আপনার আগে আর একজন ব্যবহার করে ফেলেছে।
ধাপ ৫: এরপর আপনি আবার আপনার টাইটেলটা(আপনার ওয়েবসাইটের নাম) দিয়ে দিবেন। এরপর ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে।
এরপর আপনি আপনার তৈরি করা ওয়েবসাইট কিরকম হইছে তা দেখতে পারবেন। এর জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করলে নিচে দেখানো ছবির মত কিছু মেনু দেখাবে। ওইখান থেকে আপনি ভিউ ব্লগ অপশন ক্লিক করবেন ।তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে।






